সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে ড্রেন থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি শহরের পূর্ব শান্তিনগর এলাকায় ড্রেন থেকে এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজু বোর্ডিংয়ের পেছনে স্থানীয়রা ড্রেনের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নবজাতকটি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, “শিশুটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। সে এখন সুস্থ আছে।”

ওসি আরও জানান, ঘটনাটি খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা অফিসকে জানানো হয়েছে। শিশুটির ভবিষ্যৎ সুরক্ষা ও পুনর্বাসনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন