সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি 
সাতক্ষীরা প্রতিনিধি 

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে খলিল মোল্লা (৬০) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি নদীর কুকুমারী এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে তার মরদেহ লোকালয়ে আনা হয়।

মৃত খলিল মোল্লা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের বাসিন্দা। তিনি প্রায় চার দশক ধরে সুন্দরবন নির্ভর জীবনযাপন করে আসছিলেন।

বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন জানান, “রোববার রাতে কাঁকড়া আহরণের সময় খলিল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সহযাত্রীরা তাকে নিয়ে ফিরতে চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।”

তিনি আরও বলেন, “খলিল মোল্লাসহ তিনজন বৈধ পাস-পারমিট নিয়ে বন এলাকায় প্রবেশ করেছিলেন। সোমবার পাস জমা দিতে এলে তাদের মধ্যে একজন জেলের মৃত্যুর বিষয়টি জানানো হয়।”

খলিলের সঙ্গী আল-আমিন মোড়ল জানান, “রোববার সন্ধ্যায় কাঁকড়া ধরার এক পর্যায়ে হঠাৎ খলিল চাচা অসুস্থ হয়ে পড়েন। আমরা আশপাশের জেলেদের সহায়তায় তাকে নিয়ে ফিরছিলাম, কিন্তু মাঝপথে তিনি মারা যান।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন খলিল মোল্লা। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন