সর্বশেষ

আন্তর্জাতিক

আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে : মোদী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীপাবলির আলোর উৎসব এ বছরও দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার গোয়া ও কর্নাটকের করওয়ার উপকূলে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর প্রথম দেশীয় নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এ গিয়ে নৌসেনাদের সঙ্গে উৎসব পালন করেন তিনি।

আরব সাগরের ঢেউয়ের গর্জন ও যুদ্ধজাহাজের দৃঢ় উপস্থিতির মাঝে আলোকোজ্জ্বল দীপাবলি অনুষ্ঠানে মোদি দেশের প্রতিরক্ষা শক্তি, আত্মনির্ভরতা এবং গৌরবের প্রতীক হিসেবে বিক্রান্তকে তুলে ধরেন। সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন,

“আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই নামটাই শত্রুর মনে ভয় জাগায়। যখন নামেই এত প্রভাব, তখন এর শক্তি কতটা, তা সহজেই অনুমেয়।”
প্রধানমন্ত্রী আরও জানান, বিক্রান্ত শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং এটি আধুনিক ভারতের উদ্ভাবনী ক্ষমতা, প্রযুক্তি ও আত্মনির্ভরতার প্রতীক। এটি প্রমাণ করে ভারত এখন প্রতিরক্ষার দিক থেকেও স্বনির্ভর ও অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

তিনি স্মরণ করান সম্প্রতি সংঘটিত ‘অপারেশন সিঁদুর’-এর কথা, যা ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় ৭ মে শুরু হয়। প্রধানমন্ত্রীর ভাষায়,

“ভারতীয় নৌবাহিনীর ভয়ঙ্কর শক্তি, বিমানবাহিনীর দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্ব—এই তিন বাহিনীর সমন্বিত অভিযানে পাকিস্তানকে অল্প কয়েক দিনের মধ্যেই চাপে ফেলে দেওয়া সম্ভব হয়েছে।”
প্রতিরক্ষা জাহাজে দাঁড়িয়ে এই দীপাবলি যেন শুধুই উৎসব নয়, বরং দেশপ্রেম, জাতীয় গর্ব ও নিরাপত্তা শক্তির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন