ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত রাশিয়া: ক্রেমলিন

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাশিয়া ইরানের সঙ্গে সব ধরনের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন।
সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক "নাটকীয়ভাবে" অগ্রসর হচ্ছে।
রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌশলগত ঘনিষ্ঠতা রয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানিয়েছিল মস্কো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, তেহরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে শুরু থেকেই ইরান এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
সোমবার এক সংবাদ সম্মেলনে, পেসকভের কাছে জানতে চাওয়া হয়—এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরও কি রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করবে? জবাবে তিনি বলেন, "রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সবক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত। ইরান আমাদের ঘনিষ্ঠ অংশীদার এবং পারস্পরিক সম্পর্ক দ্রুত এগিয়ে যাচ্ছে।"
এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক দূতের বৈঠকের কথা রয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগেই লারিজানি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা হস্তান্তর করেন।
চলতি বছর জানুয়ারিতে রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া, গত মাসে ইরান ও রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা 'রোসাটম' মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় ইরানে চারটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রোসাটম।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া ও ইরান পরস্পরের ওপর নির্ভরতা বাড়াচ্ছে, যা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে।
১১৪ বার পড়া হয়েছে