সর্বশেষ

আন্তর্জাতিক

রাশিয়ার শর্ত মেনে চুক্তি করার পরামর্শ ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত মেনে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন এই বার্তা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ওয়াশিংটনে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধক্ষেত্রের বর্তমান সীমারেখা অনুযায়ী একটি চুক্তিতে পৌঁছানোর পরামর্শ দেন তিনি। বৈঠকে ট্রাম্প স্পষ্টভাবে জানান, রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো মেনে নিয়েই আলোচনা এগিয়ে নেওয়া উচিত।

ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প ইউক্রেনকে বলেন, “যেখানে যুদ্ধ চলছে, সেখানেই থেমে যাওয়া উচিত।” সেইসঙ্গে তিনি ইউক্রেনকে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ছেড়ে দেওয়ার জন্যও চাপ দেন।

তবে বৈঠকে জেলেনস্কি ট্রাম্পকে সাফ জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় রাশিয়ার হাতে কোনো ভূখণ্ড তুলে দেবেন না। জবাবে ট্রাম্প যুদ্ধক্ষেত্রে বর্তমানে যে ফ্রন্টলাইন রয়েছে, সেটিকে ভিত্তি করে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কিও ট্রাম্পের এমন অবস্থানকে “বাস্তবধর্মী” হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বসে এক বিবৃতিতে বলেন, “আমার মনে হয়, দনবাসের প্রায় ৭৮ শতাংশ অঞ্চল রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে। এখন বলা যদি হয় ‘তোমরা এটা নাও, আমরা ওটা নিই’, তাহলে আলোচনা আরও জটিল হয়ে যাবে।”

তবে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় তিনি বলেছিলেন, ইউক্রেন রাশিয়ার দখলকৃত সব অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু সাম্প্রতিক বৈঠকটি ইঙ্গিত দিচ্ছে, ট্রাম্প এখন দ্রুত যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।

এই অবস্থান ভবিষ্যতে ইউক্রেন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক এবং যুদ্ধের গতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন