সর্বশেষ

আন্তর্জাতিক

ইউক্রেনের ৭৮% ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে: যুদ্ধ বন্ধে ট্রাম্পের আহ্বান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থায় তিনি যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেন, “উভয় পক্ষের এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতের আলোচনার জন্য পরিস্থিতিকে স্থির রাখতে হবে। তা না হলে সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়বে।”

ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “যেভাবে এখন আছে, সেভাবেই রাখা হোক। আমার ধারণা, রাশিয়া ইতোমধ্যে ৭৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তারা পরে আলোচনা করতে পারে।”

তবে ইউক্রেন আগেও তার সমগ্র ভূখণ্ড পুনর্দখলের অঙ্গীকার করেছে। এমনকি ট্রাম্প নিজেও সম্প্রতি মন্তব্য করেছিলেন, ইউক্রেন সামরিকভাবে বিজয় অর্জন করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো—ক্রিমিয়া ও পূর্বাঞ্চলীয় অঞ্চল—পুনরুদ্ধার করতে সক্ষম।

এদিকে জানা গেছে, ট্রাম্প শিগগিরই হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন। তবে বৈঠকের তারিখ এখনো নির্ধারিত হয়নি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন