সর্বশেষ

আইন-আদালত

শেখ হাসিনার খালাসের প্রত্যাশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাসের প্রত্যাশা ব্যক্ত করেছেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এই মন্তব্য করেন। দুপুরের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী আমির হোসেন বলেন, “আমার বিশ্বাস, শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর পক্ষে প্রসিকিউশন যথাযথভাবে সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি। তাই আমার অভিমত, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান খালাস পাবেন।”

এই মামলায় অভিযুক্ত অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন শহীদ আবু সাঈদের বাবা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান ‘তারকা সাক্ষী’ হিসেবে সাক্ষ্য দেন।

প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামীম যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্র ও আসামি উভয় পক্ষের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যা ট্রাইব্যুনালের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

মামলার তদন্ত কার্যক্রম শুরু হয় ট্রাইব্যুনালের উপ-পরিচালক মো. জানে আলম খানের মাধ্যমে, যা পরবর্তীতে উপ-পরিচালক মো. আলমগীর সম্পন্ন করেন। তদন্ত প্রতিবেদন জমা পড়ে গত ১২ মে এবং ৩১ মে দেওয়া হয় সম্পূরক অভিযোগ। এরপর ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ১০ জুলাই মামলার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৩ আগস্ট, যা শেষ হয় ৮ অক্টোবর।

আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ থাকবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন