সর্বশেষ

আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তর-পূর্ব ব্রাজিলের পারনামবুকো প্রদেশে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জনই নারী।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে স্থানীয় সময় প্রায় ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেওয়া তথ্যমতে, রাতে ভ্রমণের সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি রাস্তার বিপরীত লেনে চলে গিয়ে পাশের একটি পাথরে ধাক্কা খায় এবং এরপর বালুর বাঁধে আঘাত করে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি, তবে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। বাসচালক হালকা আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন যাত্রী সিটবেল্ট না পরে বসে ছিলেন, যা প্রাণহানির সংখ্যা বাড়িয়ে দিতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন