সর্বশেষ

জাতীয়

তাপমাত্রা বাড়ছে, শীতের অপেক্ষায় দেশ: সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হেমন্তের শুরুতে দেশের আবহাওয়ায় দেখা দিয়েছে বৈচিত্র্য। দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে, আর রাতের বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে গেছে।

গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হয়েছে একই, সিলেটে। আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি সপ্তাহজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটি আগামী মঙ্গলবারের (২১ অক্টোবর) দিকে নিম্নচাপে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষদিকে, অর্থাৎ শুক্রবার বা শনিবারের পর থেকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, “বর্তমানে আকাশে মেঘ কম, বৃষ্টি নেই বললেই চলে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাগরের লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস। এ কারণেই তাপমাত্রা বাড়ছে।”

তিনি আরও জানান, যদিও লঘুচাপটি বাংলাদেশের উপকূলে বড় ধরনের প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে, তবে কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

চলতি অক্টোবরের শুরুতে একটি নিম্নচাপের কারণে দেশজুড়ে ভারী বৃষ্টি হয়েছিল। এরপর মাসের মাঝামাঝি সময়জুড়ে কমবেশি বৃষ্টি দেখা গেলেও গত ৫-৬ দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে মাত্র চারটিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ৬ মিলিমিটার। আজও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা বৃদ্ধির এ ধারা শীতের আগমনের পথে কিছুটা বিলম্ব ঘটাতে পারে। তবে সাপ্তাহিক ছুটির পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আবহাওয়াবিদরা।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন