সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান, নিলামে বিক্রি মালামাল

এইচ এম ইমরান, ঝিনাইদহ 
এইচ এম ইমরান, ঝিনাইদহ 

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তমালতলা বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার শেখপাড়া বাজার থেকে লাঙ্গলবাধ বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এরইমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে সওজ বিভাগ। স্থানীয় বাসিন্দাদের মাঝে মাইকিং এবং পত্র-পত্রিকায় প্রচারের মাধ্যমে আগাম সতর্কবার্তা দেওয়া হয়।

তমালতলা বাজারের অধিগ্রহণকৃত জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে, শনিবার অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক।

অভিযানে উপস্থিত ছিলেন সওজ-এর নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আহসান-উল-কবির, উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন, যান্ত্রিক সহকারী প্রকৌশলী স্বজন ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন ও রাকিবুল ইসলাম এবং সার্ভেয়ার সোহেল রানা।

নির্বিঘ্নে অভিযান পরিচালনায় সহায়তা করে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।

উচ্ছেদকালে ভাঙা দোকানপাট ও সামগ্রী উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে অংশগ্রহণ করেন ৮ জন। সর্বোচ্চ দরদাতা ১ লাখ ৩৫ হাজার টাকায় মালামাল বুঝে নেন। অভিযানে প্রায় ২০ থেকে ২৫টি পাকা, সেমিপাকা ও টিনশেড দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে।

সড়ক পরিবহন ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন