সর্বশেষ

জাতীয়

পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নয় এবং কোনো 'বাঁকা পথে' হাঁটবে না কমিশন : ইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না।

তিনি বলেন, "আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কারণ নেই।"

শনিবার (১৮ অক্টোবর) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলরুমে অনুষ্ঠিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়।

নির্বাচন কমিশনার বলেন, "সারা বিশ্বের নজর রয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচন কমিশন কোনো পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত গ্রহণ করবে না এবং কোনো 'বাঁকা পথে' হাঁটবে না। এটি কমিশনের দৃঢ় অঙ্গীকার।"

তিনি আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। প্রিজাইডিং অফিসারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদেরকেই এ নির্বাচনে প্রধান দায়িত্বে রাখা হবে বলে জানান তিনি।

"এবারের নির্বাচন কনসেপ্টে প্রিজাইডিং অফিসাররাই হচ্ছেন 'চিফ ইলেকশন কমিশনার'। আমরা তাদেরকে সেই গুরুত্ব দিয়েই দেখছি," — বলেন আনোয়ারুল ইসলাম সরকার।

নির্বাচন প্রক্রিয়ায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। "যেই হোক না কেন, যত ক্ষমতাবানই হোন না কেন—নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না," — যোগ করেন তিনি।

সুনামগঞ্জ জেলার দুর্গম ৫০৯টি ভোটকেন্দ্রের জন্য আলাদা বাজেট বরাদ্দের কথাও জানান নির্বাচন কমিশনার।

কর্মশালায় সভাপতিত্ব করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এবং নির্বাচন কমিশনের উপসচিব মো. মোস্তফা হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইটিআই প্রশিক্ষণ পরিচালক মো. আতিয়ার রহমান, উপসচিব মনির হোসেন ও জাহাঙ্গীর হোসেন, নিকসের সিনিয়র সহকারী প্রধান মাহবুবুর রহমান, এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান এবং মধ্যনগর উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী কর্মকর্তা ইফতেকারুল আলম চৌধুরী।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন