সর্বশেষ

সারাদেশ

শৈলকুপায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় সম্প্রীতির এই আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্র সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল ও শৈলকুপার গর্বিত সন্তান মো. আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. সিরাজুস সালেহীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম সম্পাদক বাবুল হুসাইন মোল্যা, রামকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বাবু প্রবীর কুমার সাহা এবং শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান।


অনুষ্ঠানে বক্তব্যকালে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, “দেশকে এগিয়ে নিতে সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

বিজয়া সম্মিলনীতে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন