লোহাগড়ায় মন্দির পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা ইউনিয়নের দৌলতপুর রাধাগোবিন্দ মন্দিরে পরিচালনা পর্ষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় মন্দির প্রাঙ্গণের নাট মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেখর চন্দ্র সাহা এবং সঞ্চালনা করেন ফাল্গুনী বিশ্বাস চন্ডি। সভায় বক্তৃতা দেন স্থানীয় শিল্পী ও সমাজসেবক শ্যামল কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও চিত্রশিল্পী নারায়ণ চন্দ্র বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক রমেশ কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল বিশ্বাস, সমাজসেবক অশোক ঘোষ, পরিতোষ পাল এবং ইউপি সদস্য তমাল কৃষ্ণ কুন্ডু প্রমুখ।
মতবিনিময় সভা শেষে শ্যামল কুমার সাধুখাঁকে সভাপতি, ভবদেব সাহাকে সাধারণ সম্পাদক এবং সুশান্ত কুমার সাহা শান্তকে কোষাধ্যক্ষ করে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৫ ডিসেম্বর মন্দির প্রাঙ্গণে ৬৮তম ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নাম সংকীর্তন আয়োজন করা হবে। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
১১৯ বার পড়া হয়েছে