ধর্ম
২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আজ শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট ব্যাংক শাখা ও উপশাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
হজের লেনদেনে আজ খোলা আছে ব্যাংকের নির্দিষ্ট শাখা

স্টাফ রিপোর্টার
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আজ শনিবার (১৮ অক্টোবর) দেশের নির্দিষ্ট ব্যাংক শাখা ও উপশাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা গ্রাহকরা ব্যাংকে যতক্ষণ অবস্থান করবেন, ততক্ষণ অর্থ গ্রহণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। এ নির্দেশনা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক শাখাগুলোতে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন হজগ্রহণকারীদের অর্থ জমা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।
১৪০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর