খালেদা জিয়ার অসুস্থতা: হাসপাতালে ভর্তি, দ্রুত বাড়ি ফেরা সম্ভাবনা

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৬:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গত বুধবার রাতে হঠাৎ দুর্বল বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল থাকায় আজ শুক্রবারই তিনি হাসপাতাল থেকে বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, দুর্বলতার কারণ খুঁজতে রুটিন কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষার ফলাফল ইতিমধ্যেই ভালো এসেছে। তিনি আরও জানান, বাসায় থেকেই চিকিৎসা চলবে এবং আপাতত লন্ডনে ফেরার কোনো পরিকল্পনা নেই।
গত বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত ১২টা ২০ মিনিটে হাসপাতাল পৌঁছান খালেদা জিয়া। এরপর রাত ১টার দিকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ শিগগিরই বাড়ি যাওয়ার অনুমতি দিতে পারে।
ডা. জাহিদ বলেন, “গত সময়ে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা বর্তমান অবস্থার জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে বা বিদেশে চিকিৎসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বর্তমানে তাঁর সুষ্ঠু চিকিৎসার জন্য পরিবারের সদস্য ও বিএনপির নেতারা নিয়মিত তদারকি করছেন।”
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে ১৭ দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। ১১৭ দিনের লন্ডন অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি।
১১৫ বার পড়া হয়েছে