শিক্ষা
চলতি বছরের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে।
আলিমে পাসের হার ৭৫.৬১%, কারিগরিতে ৬২.৬৭%

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চলতি বছরের আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা গেছে, এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পর্যায়ে গড় পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী।
সারাদেশে ৯টি সাধারণ, ১টি মাদরাসা ও ১টি কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের গড় পাসের হার এবার ৫৮ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।
পরীক্ষার্থীরা তাদের ফলাফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে জানতে পারছেন।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর