সর্বশেষ

সারাদেশ

শ্যামনগরে আঞ্চলিক মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৬:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুল হক চৌধুরী এবং সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ।

অভিযানে সহায়তা করেন র‌্যাব-৬ (সিপিজি-১) এর ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির মোল্লাসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন ও সওজ কর্মকর্তারা।

অভিযানের সময় সড়কের দুই পাশে নির্মিত দোকান, টিনের ঘর, অস্থায়ী কাঠামোসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। উচ্ছেদ কার্যক্রম চলাকালে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সংকুচিত হয়ে যানজট ও ভোগান্তির সৃষ্টি হচ্ছিল।

সওজ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, “আজ থেকে উচ্ছেদ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পর্যায়ক্রমে সাতক্ষীরা শহর পর্যন্ত মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।”

অন্যদিকে, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা প্রশাসনের প্রতি পুনর্বাসনের দাবিও জানিয়েছেন।

উল্লেখ্য, উচ্ছেদ অভিযান শুরুর এক সপ্তাহ আগে থেকেই এলাকাবাসীকে মাইকিং ও বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করে সওজ। শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় থেকে ভেটখালী বাজার পর্যন্ত মহাসড়কের উভয় পার্শ্বে থাকা সব অবৈধ স্থাপনা সরাতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন