সর্বশেষ

আন্তর্জাতিক

চুক্তি অনুযায়ী ২ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দিল হামাস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পাদিত সাম্প্রতিক চুক্তির আওতায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ইসরায়েলকে ফেরত দিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, রেডক্রসের মাধ্যমে কফিনে করে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়েছে এবং সেগুলোর আনুষ্ঠানিক শনাক্তকরণ প্রক্রিয়া চলছে।

হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে গাজার ধ্বংসস্তূপের নিচে থাকা অন্যান্য জিম্মিদের মৃতদেহ উদ্ধার করতে সময় লাগবে এবং এতে বিশেষায়িত যন্ত্রপাতির প্রয়োজন হবে। সংগঠনটি আরও জানিয়েছে, মৃতদেহগুলো শনাক্ত হওয়ার পরই সেগুলো ফেরত দেওয়া হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি চুক্তি লঙ্ঘন করে, তবে ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “আইডিএফ সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং মৃতদেহ শনাক্ত হওয়ার পর তা পরিবারের সদস্যদের জানানো হবে।”

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ ধারার শান্তি পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, হামাস এখন পর্যন্ত চুক্তি লঙ্ঘন করেছে বলে ওয়াশিংটনের দৃষ্টিতে মনে করা হচ্ছে না।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন