চাকসু ভোটে কারচুপির অভিযোগে সহ-উপাচার্য অবরুদ্ধ, আড়াই ঘণ্টা পর মুক্ত

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে ভোট কারচুপির অভিযোগে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর মুক্ত করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে তিনি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন।
এর আগে রাত ১২টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হল সংসদের সহসভাপতি (ভিপি) পদে ফলাফলের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। তারা দাবি করেন, ভিপি পদের ফলাফলে কারচুপি হয়েছে এবং পুনঃগণনার দাবি জানান।
ছাত্রদল অভিযোগ করে জানায়, তাদের প্রার্থী জমাদিউল আওয়ালকে পরাজিত দেখানোর জন্য কারচুপি করা হয়েছে। ঘোষিত ফলে জমাদিউল পেয়েছেন ১,২০৩ ভোট, অন্যদিকে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী নেয়ামত উল্লাহ পেয়েছেন ১,২০৬ ভোট।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, “প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষে দর্শন ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। অথচ সেখানে আমাদের প্রার্থী মাত্র তিন ভোট পেয়েছেন, যা অনিয়মের ইঙ্গিত দেয়।”
অবরুদ্ধ অবস্থার বিষয়ে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “ফলাফল ঘোষণার পর বের হওয়ার সময় একদল শিক্ষার্থী এসে ৩১২ নম্বর কক্ষের ভোট পুনঃগণনার দাবি জানায়। আমি তাদের নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বললেও তারা আমার কথা শোনেনি।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে