সর্বশেষ

রাজনীতি

এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে রওনা হন। পরে মেডিকেল বোর্ড ও তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, নিয়মিত কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা ও করণীয় নির্ধারণ করা হবে।

এর আগেও, চলতি বছরের ২৮ আগস্ট খালেদা জিয়া একই কারণে এভারকেয়ার হাসপাতালে যান।

দীর্ঘদিন ধরে নানা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে তাকে নিয়মিত নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন