আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরিজ আগেই আফগানিস্তানের দখলে। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় অতিথিরা।
তবে তৃতীয় ও শেষ ওয়ানডে হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য সম্মান রক্ষার লড়াই। অন্যদিকে আফগানিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান গড়েন ৯৯ রানের জুটি। ৬ রানের বেশি রানরেটে এগোচ্ছিল ইনিংস।
তবে ১৬তম ওভারে তানভির ইসলামের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে ফিরে যান গুরবাজ (৪২)। এরপর সেদিকুল্লাহ আতালকে নিয়ে দ্বিতীয় জুটি গড়েন ইবরাহিম জাদরান। দুজন মিলে গড়েন ৭৪ রানের পার্টনারশিপ।
এই জুটিকে ভাঙেন স্পিনার সাইফ হাসান। ২৯ রান করে ফেরেন আতাল। পরের ওভারেই সাইফের ঘূর্ণিতে কাবু হয়ে মাত্র ২ রান করে আউট হন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। একইসঙ্গে দ্রুত ফেরেন ইকরাম আলিখিলও।
এরপর ৯৫ রানে ব্যাট করতে থাকা ইবরাহিম জাদরান রানআউট হলে চাপে পড়ে আফগানিস্তান। ১৭৩ থেকে ১৮৮ রানের মধ্যেই ৪ উইকেট হারায় সফরকারীরা।
এই ধসে বড় ভূমিকা রাখেন সাইফ হাসান—নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। বাকি একটি উইকেট রানআউট।
এই প্রতিবেদন লেখার সময় ৩৮.৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান। উইকেটে আছেন আজমতউল্লাহ ওমরজাই (৮*) ও মোহাম্মদ নবি (১*)।
১৪৮ বার পড়া হয়েছে