'বলপূর্বক গুম হওয়া ব্যক্তি' হিসেবে উল্লেখ করা হয় তাদের

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া শত শত ফিলিস্তিনিকে গণসংবর্ধনা জানানো হয়েছে গাজার খান ইউনিস শহরে। বাসে করে কারাগার থেকে ফিরে আসা এসব বন্দিকে স্বাগত জানান হাজার হাজার ফিলিস্তিনি।
তাঁদের অনেকেই দীর্ঘ সময় ধরে কারাগারে ছিলেন, কেউ কেউ আজীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আবদাল্লাহ আবু রাফি, যিনি কারাগারের অভিজ্ঞতাকে বর্ণনা করেছেন "একটি কসাইখানার" মতো। তিনি বলেন, “আমরা ছিলাম এক কসাইখানায়, কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। খাবার ছিল নিন্মমানের, তোশক পর্যন্ত থাকত না। এখনো বহু তরুণ সেখানে বন্দি অবস্থায় আছে।”
আরেক মুক্তিপ্রাপ্ত বন্দি ইয়াসিন আবু আমরা বলেন, “কারাগারে থাকা এক বিভীষিকাময় অভিজ্ঞতা। টানা চার দিন কিছু খেতে পারিনি। খাবার, পানি, চিকিৎসা—কোনো কিছুই সঠিকভাবে দিত না। নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা।”
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ১,৭০০-এর বেশি ফিলিস্তিনিকে আটক করেছিল, যাদের অনেককেই 'বলপূর্বক গুম হওয়া ব্যক্তি' হিসেবে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায়, মোট প্রায় ২,০০০ বন্দিকে বিভিন্ন সময় মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি সাইদ শুবাইর নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশযোগ্য নয়। কারাগারের বাইরে এসে সূর্যের আলো দেখা, মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া—এ যেন এক স্বপ্ন। স্বাধীনতার কোনো দাম হয় না; এটা অমূল্য।”
গণমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কারাগার থেকে মুক্তি পাওয়া অনেকেই এখনো শারীরিক ও মানসিকভাবে দুর্বল। তবে তাঁদের প্রত্যাবর্তন ফিলিস্তিনি জনগণের কাছে এক প্রতীকী বিজয়ের মতো।
১১৭ বার পড়া হয়েছে