সর্বশেষ

আন্তর্জাতিক

৩ হাজার ৭শ' বন্দির মুক্তি, বহুদিন পর ফিলিস্তিনিদের মুখে হাসি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আওতায় সোমবার (১৩ অক্টোবর) একযোগে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

দেশটির কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দু’টি পৃথক ব্যাচে বন্দিদের মুক্তি দেওয়া হয়।

প্রথম ব্যাচে প্রায় ২ হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয় পশ্চিম তীরের ওফের কারাগার থেকে। স্থানীয় সময় দুপুরের দিকে তারা বাসযোগে রওনা হয়ে পৌঁছায় পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে। এই বন্দিদের পরিবহনের দায়িত্বে ছিল আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস ও রেড ক্রিসেন্ট (আইসিআরসি)।

হামাসের পক্ষ থেকে জানানো হয়, বন্দিদের স্বাগত জানাতে বেইতুনিয়ায় জড়ো হন শত শত ফিলিস্তিনি। আনন্দ ও আবেগঘন পরিবেশে স্বজনদের বরণ করে নেয় স্থানীয় জনতা।

একইদিন খান ইউনিস শহরে পৌঁছায় দ্বিতীয় ব্যাচের আরও ১ হাজার ৭১৮ জন ফিলিস্তিনি বন্দি, যারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নাগেভ কারাগারে বন্দি ছিলেন। ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান চালানোর সময় তাদের গ্রেফতার করে।

ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন। মুক্তির পর তাদের সবাইকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় গাজার নাসার মেডিকেল কমপ্লেক্সে।

উল্লেখ্য, চলমান সংঘাতের মধ্যে এই মুক্তি যুদ্ধবিরতির অংশ হিসেবে বাস্তবায়িত হলো। ঘটনাটি গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও আশার সঞ্চার করেছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন