সর্বশেষ

জাতীয়

বিশ্বে ক্ষুধা দূর করতে ৬ দফা প্রস্তাব ড. মুহাম্মদ ইউনূসের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সোমবার স্থানীয় সময় দুপুরে ফোরামের সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাকে দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা।

বক্তব্যের শুরুতেই তিনি স্মরণ করেন বাংলাদেশের ‘জুলাই শহীদ’দের। তিনি বলেন, “তরুণদের আকাঙ্ক্ষার দেশ গড়তে সব প্রতিষ্ঠান পুনর্গঠন করা হচ্ছে। জনগণ আগামী নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে এগিয়ে আসবে।”

বিশ্বে ক্ষুধা দূর করতে ৬ দফা প্রস্তাব

ড. ইউনূস তাঁর বক্তব্যে অর্থনৈতিক অব্যবস্থাপনাকে বৈশ্বিক ক্ষুধার মূল কারণ হিসেবে উল্লেখ করে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন।

তার ৬ দফা প্রস্তাবনা হলো:

১. যুদ্ধ বন্ধ ও সংলাপ শুরু: সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য সরবরাহ নিশ্চিত করে ক্ষুধা ও সংঘাতের দুষ্টচক্র ভাঙতে হবে।
২. এসডিজি ও জলবায়ু উদ্যোগ: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৩. আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন: খাদ্য সরবরাহ চেইনের স্থিতিশীলতার জন্য আঞ্চলিক খাদ্য ব্যাংক স্থাপন করতে হবে।
৪. তরুণ উদ্যোক্তাদের সহায়তা: তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা প্রয়োজন।
৫. বানিজ্যনীতি সংস্কার: বাণিজ্যনীতিকে যেন খাদ্য নিরাপত্তার অন্তরায় না হয়ে বরং সহায়ক হতে হয়।
৬. প্রযুক্তি ও উদ্ভাবন: গ্লোবাল সাউথের তরুণ কৃষকদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে হবে।

 

রোমে গুরুত্বপূর্ণ বৈঠকসমূহ

বিশ্ব খাদ্য ফোরামের পাশাপাশি সোমবার ড. ইউনূসের রোম সফরে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে তিনি বৈঠক করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে।

বিকেল ৪টা ৩০ মিনিটে রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এবং বিকেল ৫টা ১৫ মিনিটে জিবুতির প্রধানমন্ত্রী আব্দেলকাদির কামিল মোহামেদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

দিনশেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ড. ইউনূস।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন