কুষ্টিয়ার মানুষের ঐক্য, সম্প্রীতি ও ভালোবাসার প্রতীক কুষ্টিয়া জেলা সমিতি: শেখ সাদী

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৩:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
'কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা কেবল একটি সংগঠন নয়- এটি কুষ্টিয়ার মানুষের একটি পরিবার, আমাদের হৃদয়ের বন্ধন।
ঢাকায় ছড়িয়ে থাকা কুষ্টিয়ার মানুষ যেন পরস্পরের খোঁজখবর রাখে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আর ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধনে একসূত্রে গাঁথা থাকে- এই স্বপ্ন নিয়েই আমাদের এই সমিতির যাত্রা। কুষ্টিয়ার মানুষ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো প্রতিকূলতাকেও জয় করা সম্ভব।'
এভাবেই আবেগঘন কণ্ঠে নিজের বক্তব্য শুরু করেন কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা’র সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী। সোমবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৪-এ তিনি বক্তব্য রাখেন।
শেখ সাদী আরও বলেন, কুষ্টিয়ার মাটি ও মানুষ অন্যরকম- এখানে ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, আছে ঐক্যের শক্তি। কুষ্টিয়া জেলা সমিতি সেই ঐতিহ্যের ধারক। আমরা চাই, এই সংগঠন কুষ্টিয়ার সংস্কৃতি, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হয়ে থাকুক। আমাদের তরুণ প্রজন্ম যেন এই সমিতির মাধ্যমে শিকড়ের টানে, কুষ্টিয়ার গৌরবের ইতিহাসে ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়।
শেখ সাদী উপস্থিত সদস্যদের উদ্দেশে আরও বলেন, আজ আমাদের দায়িত্ব শুধু অতীতের ঐতিহ্য ধরে রাখা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক ও সহযোগিতাপূর্ণ সমাজ গড়ে তোলা। কুষ্টিয়া জেলা সমিতি সেই লক্ষ্যেই কাজ করে যাবে- মানবিক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে।
দুই পর্বে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। বিকেল ৪টা ৩০ মিনিটে অতিথিবৃন্দের আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম সচিব মোঃ মহিবুল্লাহ সায়েম এবং পবিত্র গীতা পাঠ করেন আহ্বায়ক বাবু সনজিত কুমার বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন এজিএম ২০২৪ প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবু সনজিত কুমার বিশ্বাস। সভায় ২০২৩ সালের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করেন মহাসচিব মোহাঃ আবুল হোসেন। ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সচিব মোঃ ইকবাল মহসিন, পাশাপাশি ২০২৫ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
মাগরিব নামাজের বিরতির পর পুনরায় শুরু হওয়া অধিবেশনে ২০২৪ সালের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করেন মহাসচিব। এরপর বিবিধ বিষয়ের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাশেষে সভাপতি শেখ সাদী সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে, উন্মুক্ত আলোচনায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি কাজী আখতার হোসেন, উপদেষ্টা প্রফেসর ডা. হাসিনা বানু এবং সাবেক মহাসচিব আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের সঞ্চালনা করেন এজিএম ২০২৪ প্রস্তুতি কমিটির সদস্য সচিব কৃষিবিদ আইয়ুব হোসেন খান, এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক মীর রফিকুল আলম মঞ্জু।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী গানে ভরপুর এই সাংস্কৃতিক আয়োজন উপস্থিত অতিথিদের মুগ্ধ করে তোলে।
১৮৬ বার পড়া হয়েছে