ঝিনাইদহে কাঠের দোকান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় একটি তালাবদ্ধ কাঠের দোকান থেকে তাসলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) রাতে ওই দোকানঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপীনাথপুর গ্রামের বাসিন্দা লাল মিয়া একজন কাঠমিস্ত্রি। তিনি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে নিজ দোকানে ফার্নিচার তৈরির কাজ করেন। রবিবার সকালে লাল মিয়া দোকানে গেলে কিছুক্ষণ পর স্ত্রী তাসলিমা খাতুনও সেখানে যান।
সারাদিন তাদের কোনো খোঁজ না পেয়ে সন্ধ্যায় তাদের ছেলে দোকানে গিয়ে তালাবদ্ধ ঘরের ভিতর মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পলাতক লাল মিয়াকে আটকের চেষ্টা চলছে।
১০৯ বার পড়া হয়েছে