সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী কালু ও বাদশা আটক

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ঝিনাইদহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক এবং ককটেলসহ দুইজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাতে সদর উপজেলার বিষয়খালী এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে কালু মিয়া (৪০) নামে একজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তল ও একটি শটগান উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার হেফাজতে থাকা আরও দুটি শটগান, তিনটি ওয়ান শ্যুটার পিস্তলের গুলি, তিনটি হাতবোমা ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

কালু তার সহযোগী বাদশা’র নাম প্রকাশ করলে যৌথ বাহিনী বাদশার বাড়িতেও অভিযান চালায়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাদশাকে ঘিরে ফেলে আটক করা হয়।

আটককৃত কালু মিয়া ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের লতিফ মিয়ার ছেলে এবং বাদশা একই গ্রামের সুলতান শেখের ছেলে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন