সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় অনলাইন জুয়া চক্রের হোতা মুরশিদ আলম লিপু আটক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতা মুরশিদ আলম লিপুকে এক সহযোগীসহ আটক করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর রাতে সাতক্ষীরা শহরতলীর খড়িবিলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

আটককৃতরা হলেন—মেহেরপুর জেলার মুবিনগর থানার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে মুরশিদ আলম এবং একই জেলার সদর থানার বামনপাড়া গ্রামের মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি অটোরিকশার ভেতর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপসহ অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট করত।

পুলিশ সুপার আরও জানান, মুরশিদ আলমের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন