দেশ, রাজনীতি ও অর্থনীতি নিয়ে শেখ সাদী ও শাইখ সিরাজের মতবিনিময়

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী এবং চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ।
সম্প্রতি ঢাকার চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা দেশের সামগ্রিক পরিস্থিতি, রাজনৈতিক গতিপ্রকৃতি ও অর্থনৈতিক অস্থিরতা নিয়ে গভীর আলোচনা করেন।
আলোচনায় উভয়েই বর্তমান রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা মনে করেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
শেখ সাদী বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে এখনই সময় বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার।”
অন্যদিকে শাইখ সিরাজ দেশের কৃষি, কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতিকে শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, রাজনীতির লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন। উৎপাদন ও সুশাসনই হতে পারে টেকসই অর্থনীতির ভিত্তি।
মতবিনিময়কালে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক ও 'এইমাত্র' অনলাইনের প্রধান সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
১৭২ বার পড়া হয়েছে