সর্বশেষ

জাতীয়

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে তরুণদের জন্য তহবিলের প্রস্তাব ড. ইউনূসের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইতালির রোমে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, আগের দিন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএড)-এর প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন ড. ইউনূস। তিনি বলেন, “এই তহবিল কৃষি, স্বাস্থ্য এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বৈঠকে আরও আলোচনা হয় গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম ও কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি এবং দুগ্ধ শিল্পে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে।

আইএফএড প্রেসিডেন্ট বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন বলে জানিয়েছে ইউনূস সেন্টার।

উল্লেখ্য, ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এ অংশ নিতে রোববার রোমে পৌঁছান ড. ইউনূস। এ সময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক তাঁকে স্বাগত জানান। এই আন্তর্জাতিক ইভেন্ট চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন