ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শুরুর আগে ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আয়োজিত পদযাত্রায় অংশ নিতে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হচ্ছিলেন। এ সময় এক শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। ঢাকা কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ শব্দ ব্যবহার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে কয়েকজন শিক্ষক তাকে ধরে শিক্ষক কমনরুমে নিয়ে আটকে রাখেন। বিষয়টি ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে মুক্ত করেন। ঘটনার সময় পুরো ক্যাম্পাসে এক ধরনের উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় কলেজ প্রশাসন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম দিয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সংশ্লিষ্ট সাতটি কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
এই বিশ্ববিদ্যালয়ের দ্রুত বাস্তবায়ন ও চূড়ান্ত অধ্যাদেশ প্রকাশের দাবিতে আজ রাজধানীতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের উদ্দেশে পদযাত্রায় অংশ নেন।
১১৯ বার পড়া হয়েছে