সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় শুরু, ৭ জন হস্তান্তর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

এরইমধ্যে হামাস সাতজন ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।

সোমবার সকালে বন্দি বিনিময়ের এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা বন্দি মুক্তির এই কার্যক্রম তদারকি করছে এবং উভয় পক্ষের সঙ্গে সমন্বয় করছে যাতে প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম ধাপে সাতজন জিম্মি হস্তান্তরের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বন্দি বিনিময় বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে কিছুটা হলেও আস্থার পরিবেশ তৈরি করতে পারে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন