রাতেও শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
রবিবার সকাল ৯টা থেকে “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট”-এর ব্যানারে হাজারো শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। তারা জানান, সরকারের কাছ থেকে দাবি পূরণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, রাতেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে এবং সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হবে। রাতে আন্দোলনকারীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সরকারের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া পেলে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হবে।
এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক ছয়জন শিক্ষককে পুলিশ মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা। রাত সাড়ে ৭টার দিকে জোটের আহ্বায়ক ও সদস্যসচিবের তত্ত্বাবধানে তাদের মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা নির্ধারণ করে। তবে ৫ অক্টোবর এ সিদ্ধান্ত প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দেন। ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে ভাতার পরিমাণ ২ হাজার বা ৩ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব পাঠায়।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতন পান। এর সঙ্গে ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১৫০০ টাকা বাড়িভাড়া ভাতা যুক্ত হয়। এছাড়া শিক্ষক-কর্মচারীরা বর্তমানে বছরে দুইবার মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।
১০৯ বার পড়া হয়েছে