আগামী নির্বাচনে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাদ : স্বরাষ্ট্র উপদেষ্টা

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের আর দায়িত্বে রাখা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১২ অক্টোবর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, “সরকার চায় নির্বাচনে দায়িত্ব পালনে যারা পূর্বে ছিলেন, তাদের পুনরায় দায়িত্বে না রেখে নতুনদের নিয়োগ দেওয়া হোক। এটি নির্বাচনকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে।”
উপদেষ্টা আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অফিসার ইনচার্জদের (ওসি) আইনমাফিক দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, “যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর ১ হাজার ১০০টি প্লাটুনে প্রায় ৩৩ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানান উপদেষ্টা। এদের মধ্যে ৬০ শতাংশ সদস্যকে ইতোমধ্যে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকি প্রশিক্ষণ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, এবারের নির্বাচনে প্রায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “আইন অনুযায়ীই এসব মামলা চলবে।”
একইসঙ্গে ‘সেফ এক্সিট’ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমি দেশে থাকি, আমার সন্তানরাও দেশে থাকে। আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই।”
১১০ বার পড়া হয়েছে