ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমে পৌঁছেছেন ড. ইউনূস

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ৫:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম-এ অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে তিনি রোমের ফিয়ামিসিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
রোমে আগমনের পর তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক। এ তথ্য প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
এর আগে, রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ফোরামে অংশগ্রহণের অংশ হিসেবে ড. ইউনূস মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
১০৮ বার পড়া হয়েছে