সর্বশেষ

আন্তর্জাতিক

সুদানের এল-ফাশারে ড্রোন হামলায় নিহত ৬০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১২ অক্টোবর, ২০২৫ ২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুদানের পশ্চিমাঞ্চলের এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

শনিবার (১১ অক্টোবর) শহরের একটি বিশ্ববিদ্যালয় মাঠে অবস্থিত ওই আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলাটি চালানো হয়। নিহতদের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এল-ফাশারের স্থানীয় প্রতিরোধ কমিটি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়, যা এখনো চলমান। সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় আড়াই কোটি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন।

দারফুর অঞ্চলের শেষ গুরুত্বপূর্ণ শহর এল-ফাশার বর্তমানে আরএসএফ ও সেনাবাহিনীর সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শহরের মানবিক পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মানবাধিকার সংগঠনগুলো একে "খোলা আকাশের নিচে একটি মর্গ" হিসেবে বর্ণনা করছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন