কুমারখালী-খোকসায় লিফলেট বিতরণকালে শেখ সাদী
গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনঅধিকার নিশ্চিত করার এক বাস্তব রূপরেখা

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাদী বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি—গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনঅধিকার নিশ্চিত করার এক বাস্তব রূপরেখা।
এই কর্মসূচি সম্বলিত একটি বই আমার নির্বাচনী এলাকার জনগণের মাঝে পৌঁছে দিতে আমি ও আমার দলের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।যাতে কুমারখালী-খোকসার বিভিন্ন স্থানের সব মানুষ ৩১ দফা সম্পর্কে জানতে পারে।
আজ শনিবার কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন স্থানে ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসাধারনের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজসহ কয়েকশত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা শেখ সাদী বলেন, আসন্ন নির্বাচনের আগেই আমরা আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের হাতে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। এতে করে প্রতিটি মানুষের কাছে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের বার্তা পৌঁছাবে এবং আগামীতে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সে সম্পর্কে ধারনা পাবে।
শেখ সাদী বলেন, ৩১ দফা মানেই তারেক রহমানের বার্তা। সেই বার্তা দিতেই আমার এই নিরলস ছুটে চলা। কারণ আমি বিশ্বাস করি—এই ৩১ দফার বাস্তবায়নই পারে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে।
১৪৫ বার পড়া হয়েছে