সর্বশেষ

সারাদেশ

পটুয়াখালীতে বাস ও র‍্যাবের কোস্টারের সংঘর্ষে ৩ জন নিহত

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৯:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর ফতুল্লা বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস ও র‍্যাবের একটি কোস্টার গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে একজন র‍্যাব সদস্য, একজন নারী এবং এক শিশু রয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

র‍্যাব-৮ সূত্র জানায়, সকালে র‍্যাব সদস্যরা পরিবার-পরিজনসহ প্রায় ৩০ জন যাত্রী নিয়ে একটি কোস্টারে (বরিশাল মেট্রো-ঝ ১১-০০০৬) করে কুয়াকাটার উদ্দেশে রওনা দেন। পথে ফতুল্লা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটা-ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো ব-১১০২০৬)-এর সঙ্গে কোস্টারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় কোস্টারের চালক র‍্যাব সদস্য এএসআই আব্দুল আলীম (৩৪), আফরোজা (২৮) নামে এক নারী এবং পিয়াস নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পটুয়াখালী সিএমএইচে ভর্তি করা হয়েছে।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রাশেদ জানিয়েছেন, গুরুতর আহত ডিএডি ওমর বর্তমানে পটুয়াখালী সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া আরও ১৭ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন