ময়মনসিংহে বাস বন্ধ, মহাসড়ক অবরোধে দুর্ভোগে যাত্রীরা

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে পরিবহন শ্রমিকদের সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ের এক যাত্রীর বাগবিতণ্ডাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।
আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
ঘটনার সূত্রপাত ঘটে শুক্রবার বিকেলে। গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে যান। অভিযোগ রয়েছে, ওই সময় ইউনাইটেড পরিবহনের শ্রমিকরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। বিষয়টি জানার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ইউনাইটেড পরিবহনের বিরুদ্ধে প্রতিবাদে নামে এবং বাস চলাচল বন্ধের আহ্বান জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, “একজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হয়েছে। এ ধরনের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ইউনাইটেড পরিবহন চলতে দেব না।”
অন্যদিকে, শিকারি কান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, “যাত্রীদের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র। ইউনাইটেড পরিবহন বন্ধের একতরফা সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কারণ এই পরিবহনের ওপর অনেক শ্রমিকের জীবিকা নির্ভর করে।”
তিনি আরও বলেন, “একটি পরিবহন কোম্পানি বন্ধ করলে অন্যগুলো চলবে, সেটা তো হতে পারে না। এজন্যই শ্রমিকরা সবাই মিলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।”
ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
১০৮ বার পড়া হয়েছে