এলপিজির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা উপদেষ্টার

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত “বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা” শীর্ষক পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এলপিজির অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালানোর ঘোষণা দেন।
তিনি বলেন, এলপিজির সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১২০০ টাকা হলেও বাজারে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা ব্যবসায়ীদের দায়দায়িত্বের অভাব প্রকাশ করে। ফাওজুল বলেন, ১২ কেজির সিলিন্ডার ১০০০ টাকার নিচে বিক্রি হওয়া উচিত এবং ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকতে হবে।
উপদেষ্টা ফাওজুল অভিযোগ করেন, একশ্রেণির রাজনীতিবিদ ও তাদের সহযোগী ব্যবসায়ীরা জ্বালানি সংকট সৃষ্টি করেছেন। তিনি অবৈধ গ্যাস সংযোগ ও চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়টিও তুলে ধরেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, গ্যাসের ঘাটতি মোকাবিলায় পরিকল্পনা এখন থেকেই করতে হবে এবং সকলকে দোষারোপ থেকে বিরত থাকতে হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এলপিজি সরবরাহ বাড়িয়ে ভোক্তাদের কম দামে জ্বালানি নিশ্চিত করতে কাজ চলছে।
অনুষ্ঠানে বিভিন্ন জ্বালানি খাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন এবং এলপিজির নিরাপত্তা, বাজার কাঠামো ও টেকসই উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করা হয়।
১১০ বার পড়া হয়েছে