সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত "ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক" সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত "ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক" সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। শনিবার সকালে শহরের আরাপপুরে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক এবং সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, গত ১০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকায় ঢাকার সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামানের সঙ্গে জেলা বিএনপি সভাপতির নাম জড়িয়ে একটি "মিথ্যা ও বিভ্রান্তিকর" প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তারা দাবি করেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার উদ্দেশ্য অ্যাড. মজিদকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা।

বক্তব্যে অ্যাড. এম এ মজিদ জানান, তার সঙ্গে আসাদুজ্জামানের কোনোদিন কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না। বরং, আসাদুজ্জামানের এক আত্মীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং এর বিরুদ্ধে দলীয়ভাবে আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন