নোবেল বিজয়ীর ফোন, শান্তিতে পুরস্কার না পেয়ে ক্ষুব্ধ ট্রাম্প

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তাঁকে ফোন করে জানিয়েছেন, তিনি এই পুরস্কার ট্রাম্পের সম্মানেই গ্রহণ করেছেন।
ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ বক্তব্য দেন শুক্রবার।
ট্রাম্প বলেন, “যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ আমাকে ফোন করে বলেছেন, ‘আমি এ পুরস্কার আপনার সম্মানে গ্রহণ করছি। কারণ, আপনি সত্যিই এর যোগ্য ছিলেন।’” তিনি আরও যোগ করেন, “আমি তাঁকে বলিনি, তাহলে আমাকে দিয়ে দাও। যদিও আমার মনে হয়, তিনি দিতেন। তিনি খুবই আন্তরিক ছিলেন।”
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই শান্তিতে নোবেল পুরস্কারের দাবিদার বলে নিজেকে উল্লেখ করে আসছেন। তাঁর দাবি, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আটটি যুদ্ধ বন্ধ করেছেন। এ সপ্তাহে তিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি-বন্দি বিনিময়ের একটি চুক্তি ঘোষণা করেন, যা শান্তি প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ বলে দাবি করেছেন।
তবে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তাঁকে মনোনীত না করায় হোয়াইট হাউস ক্ষোভ প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, “নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির বদলে রাজনীতিকে গুরুত্ব দেয়।” তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি প্রতিষ্ঠা, যুদ্ধের অবসান এবং মানুষের জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মতো মানবিক হৃদয়ের মানুষ বিরল।”
ট্রাম্প সরাসরি নোবেল কমিটিকে আক্রমণ না করলেও, ইঙ্গিত দিয়েছেন যে তাঁকে উপেক্ষা করা রাজনৈতিক সিদ্ধান্তেরই অংশ। তাঁর ভাষায়, “মূলত ২০২৪ সালের নির্বাচনকেন্দ্রিক বিষয় বিবেচনায় নোবেল কমিটি এমন সিদ্ধান্ত নিয়েছে।” তবে তিনি মনে করেন, শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান এত গুরুত্বপূর্ণ ছিল যে, তাঁকে পুরস্কার দেওয়া উচিত ছিল।
১১৬ বার পড়া হয়েছে