সর্বশেষ

জাতীয়

ইসরায়েলি আটক থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন শহিদুল আলম

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর আটক থেকে মুক্ত হয়ে আগামীকাল শনিবার ভোর ৪:৫৫ মিনিটে ঢাকা পৌঁছাবেন।

শুক্রবার বিকেলে তিনি ইস্তানবুলে পৌঁছান এবং সেখানে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাঁকে অভ্যর্থনা জানান। পরে শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে তাঁর ফ্লাইট ঢাকা অভিমুখে যাত্রা করবেন।

শহিদুল আলম গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা অভিযানে অংশ নেন এবং ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। তাঁর মুক্তির জন্য বাংলাদেশের জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসসমূহ দ্রুত কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে এবং সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে।

তাঁর সার্বিক নিরাপত্তা ও মুক্তিতে সহায়তার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ানকে কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন শহিদুল আলমের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের প্রতি উদ্যোগী হওয়ার দাবি জানান।

ফ্রিডম ফ্লোটিলার নৌযাত্রায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক এবং রাজনীতিবিদরা অংশ নেন। নির্যাতিত ও অবরুদ্ধ গাজাবাসীর পাশে দাঁড়াতে শাহিদুল আলমের এই ভূমিকা ও সাহসী অংশগ্রহণ বাংলাদেশ এবং বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন