আজ থেকে আগারগাঁওয়ে বন্ধ 'কেক পট্টি', পুলিশের কঠোর অবস্থান

শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশন ভবনের আশপাশে গড়ে ওঠা অস্থায়ী ‘কেক পট্টি’ বন্ধ করে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ অফিসপাড়ায় যান চলাচলে বাধা সৃষ্টি ও জনভোগান্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ অক্টোবর) থেকে এসব ভ্রাম্যমাণ দোকান বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, নির্বাচন কমিশন, আইডিবি ভবন, এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টসসহ সংবেদনশীল এলাকাগুলোর সামনে গড়ে ওঠা এসব অস্থায়ী দোকান পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি করছিল।
“৯৯৯ নম্বরে একাধিকবার জনসাধারণ অভিযোগ করেছে। তাই আজ আমরা দোকানিদের সরে যেতে বলেছি। আগামীকাল থেকে কেউ আর বসতে পারবে না,” — বলেন ওসি ইমাউল হক।
কয়েকজন তরুণ-তরুণীর উদ্যোগে হাতে তৈরি কেক বিক্রি করে শুরু হয়েছিল এই ‘কেক পট্টি’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিও দেখে নানা প্রান্ত থেকে কেকপ্রেমীরা আগারগাঁওয়ে ছুটে আসতে শুরু করেন। ধীরে ধীরে এটি হয়ে ওঠে এক ধরনের ভাসমান ফুডজোন।
তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর রাস্তার অর্ধেক জুড়ে দোকান বসানো এবং সেখানে ভিড় জমায় যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। কিছু দোকানি বাইক পার্ক করে রাস্তার মুখ আটকে খাবার বিক্রি করছিলেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
“একদিকে মানুষ অভিযোগ করছে, আবার সেই মানুষেরাই দোকানে বসে খাচ্ছে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হয় না,” — মন্তব্য করেন ওসি।
পুলিশ জানিয়েছে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে টার্গেট করা হয়নি। জনদুর্ভোগ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে