ঝিনাইদহে ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু নাঈমকে সংবর্ধনা

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হওয়ায় খন্দকার মো. আবু নাঈমকে সংবর্ধনা প্রদান করেছে ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, জেলা উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ রানা পারভেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।
আলোচনা সভা শেষে নবনির্বাচিত ভিপি ও ঝিনাইদহের কাঞ্চনপুর এলাকার সন্তান খন্দকার মো. আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা আবু নাঈমের সাফল্যের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক কর্মপথে সাফল্য কামনা করেন।
১১১ বার পড়া হয়েছে