প্রাইভেট পড়তে গিয়ে শিশু অপহরণ, কুতুপালং ক্যাম্প থেকে উদ্ধার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহৃত তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব-১৫।
উদ্ধার অভিযানে এপিবিএন ও স্থানীয় জনপ্রতিনিধিরাও সহায়তা করেন।
অপহৃত শিক্ষার্থী মিম (৯), সবুজবাগ এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে বাড়ির পাশে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় মিম। ওই প্রাইভেট শিক্ষক ছিলেন মুজিবুর রহমান নামে এক ব্যক্তি, যিনি পরে রোহিঙ্গা যুবক হিসেবে চিহ্নিত হন।
পরদিন বুধবার সকালে শিশুটির বাবার মোবাইল ফোনে কল করে অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কণ্ঠ শুনে পরিবার বুঝতে পারে এটি তাদের মেয়ের প্রাইভেট শিক্ষক মুজিবের কণ্ঠ। একই সঙ্গে মুক্তিপণের টাকা পাঠাতে একটি বিকাশ নম্বরও দেওয়া হয়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, বিকাশ নম্বরে কিছু অর্থ পাঠিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল, র্যাব ও এপিবিএনের সহযোগিতায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালায়। স্থানীয় হেলাল মেম্বারসহ কয়েকজনের সহায়তায় বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
চকরিয়া থানার এসআই জাকির হোসেন জানান, অভিযুক্ত মুজিবুর রহমান একজন রোহিঙ্গা যুবক। তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে চকরিয়া পৌর এলাকায় একটি বাসা ভাড়া নেন এবং সেখানেই স্থানীয় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। এক রোহিঙ্গা নারীকে স্ত্রী পরিচয়ে সঙ্গে রাখতেন তিনি।
অপহরণকারী এখনো পলাতক থাকলেও পুলিশ জানিয়েছে, তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে