সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে হঠাৎ নিত্যপণ্যের দাম বাড়তি

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ন্যায্যমূল্যের বাজার হিসেবে পরিচিত ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। সবজি, মাছ ও মাংসের দামে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে করলার দাম, যা গত সপ্তাহে ৬০ টাকা কেজি থাকলেও এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

এছাড়া চায়না গাজর ১৪০, মোটা গোল বেগুন ১২০, শসা ৬০, সিম ১৯০, ঢ্যাঁড়স ও ঝিঙে ৭০, কাঁচা পেঁপে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কিছু সবজি যেমন কাঁচা মরিচের দাম কমে ১৭০ টাকায় নেমে এলেও অধিকাংশ সবজির দাম ঊর্ধ্বমুখী।

মাছের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে রুই, কাতলা, পাবদা, শোলসহ অন্যান্য মাছ ২২০ থেকে ৮৯০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে হয়েছে ১২০০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে এবং কক মুরগি ৩১০ টাকায়।

বাজারে আসা ক্রেতারা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন। চরাঞ্চল থেকে সরাসরি আসা সবজি কম দামে কেনার পরও বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ করেন তারা।

মাছ কিনতে আসা আব্দুল হাই বলেন, “বাজারে মাছের ঘাটতি নেই, তবুও দাম বাড়ানো হচ্ছে। কোনো ধরনের মনিটরিং নেই, তাই বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দাম নিচ্ছেন।”

বিক্রেতাদের একাংশ অবশ্য মূল্যবৃদ্ধির পেছনে প্রাকৃতিক কারণ এবং সরবরাহ ঘাটতির কথা বলছেন। সবজি বিক্রেতা জহির মিয়া জানান, “বৃষ্টিতে অনেক ক্ষেত নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কম, দাম তাই বাড়ছে।” মাছ বিক্রেতা খোকন মিয়ার দাবি, আড়ত থেকে দাম বাড়ানোয় খুচরা পর্যায়েও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম বলেন, “শম্ভুগঞ্জ বাজারে সাধারণত দাম তুলনামূলকভাবে কম থাকে। তবে ইচ্ছামতো দাম নেওয়া হলে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

নিয়মিত বাজার তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে এভাবে সাধারণ মানুষ নিত্যপণ্যের দামের চাপে পড়ে যাবে বলে আশঙ্কা করছেন সচেতন ক্রেতারা।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন