তাড়াশে ভটভটি-অটোভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ২

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের তাড়াশে ভটভটি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-তাড়াশ আঞ্চলিক সড়কের উলিপুর মহল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তাড়াশ পৌরসভার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত মহল্লার মৃত বাহাদুর আলীর ছেলে হাইপোত আলী (৪৫)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাড়াশ থেকে অটোভ্যানে করে নওগাঁ হাটে হাঁস-মুরগি বিক্রির উদ্দেশে রওনা দেন হাইপোত আলী, রফিকুল ইসলাম ও তার ছেলে জনি। পথে উলিপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জনি ও হাইপোত আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে বলে জানিয়েছেন ওসি জিয়াউর রহমান।
১০৮ বার পড়া হয়েছে