সর্বশেষ

সারাদেশ

উৎসব আয়োজনে কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে সাহিত্যপ্রেমীদের মিলনমেলার মধ্য দিয়ে উদযাপিত হলো কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মবার্ষিকী। বুধবার, ৮ অক্টোবর বিকেল ৪টায় টিচার্স ট্রেনিং কলেজের দ্বিতীয় তলায় এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি তার বক্তব্যে কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আনিছা পারভীন, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন খান। 

এ ছাড়া, কবি গাউসুর রহমান নিজে তার অনুভূতি প্রকাশ করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ততা করে তোলেন।

আলোচনাসভায় অংশ নেন কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর আলী ইদ্রিস, প্রফেসর মঈন হুদা, ছড়াকার ও গবেষক স্বপন ধর। অনুষ্ঠানটির শুরু হয় কবি স্বাধীন চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে।

 

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণা চাকলাদার ও জুবায়েদ ইবনে সাঈদ। অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন কবি আসাদ উল্লাহ।

অতিথিদের মূল্যবান বক্তব্য ও কবির অনুভূতিপূর্ণ কথন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মুগ্ধ করে তোলে। এই দিনটি ছিল সাহিত্যপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত, যেখানে কবি গাউসুর রহমানের সাহিত্যকীর্তি ও জীবনাদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন