বেনাপোলে ১.০৪৯ কেজি স্বর্ণসহ একজন পাচারকারী আটক

বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে।
বুধবার দুপুর ১টার দিকে বেনাপোল থানার পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ মনিরুজ্জামান (৩৭)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ কাদের আলী সর্দার।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির অধীনস্থ পুটখালী বিওপির একটি বিশেষ টহল দল, সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পাকা রাস্তার পাশ থেকে মনিরুজ্জামানকে স্বর্ণসহ আটক করে।
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১.০৪৯ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। স্বর্ণের বারগুলো পরবর্তীতে যশোর ট্রেজারি অফিসে জমা এবং আটককৃত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম, পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
১০২ বার পড়া হয়েছে